কবি:অতুলপ্রসাদ-সেনের গান





 




কবি অতুল প্রসাদ সেন

অতুলপ্রসাদ-সেনের গান:

১)উঠ গো, ভারত লক্ষ্মী! উঠ আদি জগত-জন-পূজ্যা!

দুঃখ দৈন সব নাশি’, কর দূরিত ভারত লজ্জা |

ছাড়গো, ছাড় শোক-শয্যা, কর সজ্জাপুনঃ কমল-কনক-ধন-ধান্যে!

জননি গো, লহ তুলে বক্ষে, সান্ত্বন-বাস দেহ তুলে চক্ষে ;

কাঁদিছে তব চরণ তলে, ত্রিংশতি কোটি নরনারী গো |

কাণ্ডারি! নাহিক কমলা, দুখ লাঞ্ছিত ভারতবর্ষে,

শঙ্কিত মোরা সব যাত্রী, কাল-সাগর-কম্পন-দর্শে,

তোমার অভয়-পদ-স্পর্শে, নব হর্ষে,পুনঃ চলিবে তরণী শুভ লক্ষ্যে |

জননি গো, লহ তুলে বক্ষে, সান্ত্বন-বাস দেহ তুলে চক্ষে ;

কাঁদিছে তব চরণ তলে, ত্রিংশতি কোটি নরনারী গো |

ভারত-শ্মশান কর পূর্ণ পুনঃ কোকিল-কূজিত কুঞ্জে,

দ্বেষ হিংশা করি চূর্ণ, কর পূরিত প্রেম-অলি-গুঞ্জে

দূরিত করি পাপ-পুঞ্জে, তপঃ-পুঞ্জে,পুনঃ বিমল কর ভারত-পূণ্যে |

জননি গো, লহ তুলে বক্ষে, সান্ত্বন-বাস দেহ তুলে চক্ষে ;

কাঁদিছে তব চরণ তলে, ত্রিংশতি কোটি নরনারী গো |



২) মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!

তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালবাসা!

কি যাদু বাংলা গানে! গান গেয়ে দাঁড় মাঝি টানে,

( এমন কোথা আর আছে গো! )

গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা ||

ঐ ভাষাতেই নিতাই গোরা, আনল দেশে ভক্তি-ধারা,

( মরি হায়, হায়রে! )

আছে কৈ এমন ভাষা এমন দুঃখ-শ্রান্তি-নাশা ||

বিদ্যাপতি, চণ্ডী, গোবিন, হেম, মধু, বঙ্কিম, নবীন :

( আরও কত মধুপ গো! )

ঐ ফুলেরই মধুর রসে বাঁধলো সুখে মধুর বাসা ||

বাজিয়ে রবি তোমার বীণে, আনলো মালা জগত্ জিনে!

( গরব কোথায় রাখি গো! )

তোমার চরণ-তীর্থে আজি জগত্ করে যাওয়া-আসা ||

ঐ ভাষাতেই প্রথম বোলে, ডাকনু মায়ে ‘মা, মা’ ব’লে ;

ঐ ভাষাতেই বলবো হরি, সাঙ্গ হ’লে কাঁদা হাসা ||

Category:অতুলপ্রসাদ-সেন


Comments

Popular posts from this blog

এক্কা দোক্কা আমার সারাবেলা